ভাঙার ভেতর দিয়ে যে
নতুন কিছু গড়তে শুরু করা যায়,
তা বুঝতে পারলাম,
তোমার সাথে বিচ্ছেদের পর।

তুমি তো জান না,
মাটি ফাটল ধরলে সেই মাটিকেই উর্বর করে ফসল ফলানো হয়।

বীজ ফেটে বের হয় নতুন গাছের চারা,
ধান ফেটে হয় মুড়ি,চিড়া,
ডিম না ফাটলে তো খাওয়াই যায় না।

মেঘ ভেঙে নামে অঝোর ধারায় বৃষ্টি
মন ভেঙে হয় নতুন কিছুর সৃষ্টি।

বড় গাছকে টুকরো টুকরো করে দেখো,
কত রকমের আরাম দায়ক আসবাব তৈরি করে,
প্রতিটি ইটের ভাঙা টুকরো দিয়ে গড়া হয়
বিশাল বিশাল শক্ত পিলার।

আর তোমার সাথে এই ভাঙনের খেলায়
আমি নিজেকে আবার গড়তে শিখেছি শক্ত করে,
তুমি নতুন করে পথ চলতে শেখালে
আমার মনটা ভেঙে টুকরো করে।