১. অর্ধ চাঁদের পূর্ণ ভালোবাসা
সবসময় অতি প্রত্যাশা করে অবন্তী
আজ খুব করে চেয়েছিল মিথুন আসুক বারান্দায়
দুর থেকে দাঁড়িয়ে কিছু কথা হোক মনে মনে।
ভাবতেই খুব বিরক্ত লাগছে
বেশি বেশি ভাবলে এমনি কষ্ট পেতে হয়!
সন্ধ্যা সমাগত প্রায়,বিছানা ছেড়ে উঠে গিয়ে
জানালার কাছে গিয়ে দাঁড়াল চুপিসারে।
আকাশের দিকে তাকালো তন্ময় হয়ে,
চাঁদ উঠেছে, অর্ধ চাঁদ
গ্রীল বেয়ে উঠা মাধবীলতার ফাঁক দিয়ে
চাঁদের হালকা আলোকছটা মুখে লাগছে ।
ভাবছে অবন্তী, জীবনের সবকিছুই কি
আজকের চাঁদের মতো?
কোনো কিছুই কি পূর্ণ হয় না
থেমে যায় অর্ধেকে?
মনে মনে বলল, আমি কিন্তু থামিনি
আমার ভালোবাসার পুরোটাই দিয়েছি মিথুনকে।
প্রকৃত প্রেম এমনই
পুরোটাই দিতে হয় একটু কম হলে তাতে চলে না।
হঠাৎ মোবাইলটা বেজে উঠল
কল ধরতেই ভীষণ বকা দিয়ে মিথুনকে
অভিমানী গলায় বলল ,
এক্ষুনি তোমার বারান্দায় আস
একসাথে অর্ধ চাঁদ দেখব।
মুচকি হেসে যথারীতি মিথুন বারান্দায় এসে দাঁড়ালো ।
অপলক দৃষ্টিতে চাঁদের দিকে তাকালো
সামনের বারান্দায় অবন্তী
চোখে চোখ পড়তেই মুগ্ধতা দুজনের চোখেমুখে
না বলাতেই যেন কত কথা বলে চলছে দুজনে।
অস্পষ্ট অথচ কি অপূর্ব সুন্দর
রূপবতী লাগছে অবন্তীকে,
শুদ্ধতম ভালোবাসার অনুভবে হারালো দুজনে।
ভালোবাসতে হলে অবারিত আকাশ দরকার
না হলে ওটা ঠিক ভালোবাসা হয়ে দাঁড়ায় না
সময় কাটানোর মূহুর্ত মনে হয়।
এসব ভাবতে ভাবতে কেটে গেল অনেকটা সময়
শিশির পড়ার শব্দে অবন্তী সম্বিত ফিরে পায়
কখন যে ঘুমিয়ে পড়েছে শহর
থেমে গেছে কোলাহল
দুজনের কেউই টের পায় নি,
চাঁদের আলো মুঠো ভরে নিল হৃদয়ের গহীনে
হাত নেড়ে বিদায় নিল দুজনে
স্বপ্নকে ছুঁয়ে যাওয়ার গভীর প্রত্যয়ে।
২. মন জোনাকির ছায়াপথ
আজ মন আকাশে ভরা পূর্ণিমার চাঁদ
ফাগুনের আগুন লেগেছে বনে বনে
নিশিথের ঘন কালো অন্ধকার মাড়িয়ে
চাঁদ ভরিয়ে রেখেছে তাঁর জোছনাপ্রেমে ।
তুমি এলে সমস্ত বেদনা বিষাদ চূর্ণ করে
ভালোবাসার অমোঘ মিলনের মোহনায়
মন জোনাকির ছায়াপথ ধরে।
আজ আমি হারিয়ে যেতে চাই
দূর পাহাড়ের সবুজ আদরে,
তোমার প্রেমের টানে ভেসে যেতে চাই
গভীর সমুদ্রের নোনা জলে ।
শরতের শিশিরে মিশে যেতে চাই
ঝড়ে পড়া শিউলি ফুলের শুভ্রতা গায়ে মেখে ,
আকাশের মেঘবালিকার গল্পে বিভোর হতে চাই
তুমি আর তোমাতে মিশে।
হাতে হাত রেখে মেঠো পথ ধরে
চলছি দুজনে স্বপ্ন রঙিন ছবি এঁকে
নদীর জলের মতো থরে থরে সাজানো বালি
তাঁর উপর উপচে পড়া চাঁদের আলো
মনে হয় ছোঁয়া যাবে হাত বাড়িয়ে,
ধরা যাবে সোনালী ধোঁয়া
মুঠোয় বন্দী করে তোমার সাথে কাটাব কৃষ্ণপ্রহর।
আলো আঁধারিতে দেখা যায় জীবনের গোপন সৌন্দর্য
চাঁদের অকৃপণ আলো মায়াময় করে রাখে
তোমার আবেগমাখা ভালোবাসাকে।
সমস্ত অস্তিত্বে অনুভব করছি অতল প্রশান্তি
অপার স্নিগ্ধতা, প্রগাঢ় মিতালি,
যেন এইভাবেই সবকিছু পরিপূর্ণতায়
ভরে থাকুক নিটোল স্বপ্নের মতোই
মন জোনাকির ছায়াপথ ধরে।