বাড়ি সাহিত্য কবিতা কাগজের নৌকা / কাসেম আলী রানা কবিতাচট্টগ্রামদেশশিশু সাহিত্যসাহিত্য কাগজের নৌকা / কাসেম আলী রানা কাসেম আলী রানা প্রকাশিত : বুধবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৫১ অপরাহ্ণ 120 বৃষ্টির জলে কাগজ নৌকা ভেসে ভেসে যায়, তাই না দেখে খোকা খুকু খুশিতে লাফায়। কুরুম খালে যাবে নৌকা আনবে নতুন বউ, ফুলে ফুলে মৌমাছিরা মৌচাক ভরা মৌ।। খোকা আনে পান -সুপারি খুকু আনে চুন, দুলা মিয়া কিনতে গেছে মাঝির ঘাটের নুন। সম্পর্কিত নিবন্ধলেখক থেকে আরো এমন প্রাণবন্ত উদার ও হাস্যোজ্জ্বল মানুষ বিরল / অজয় দাশগুপ্ত আত্মসমর্পণ / মিলন বনিক সেদিন জ্যোৎস্না ছিলো / হৈমন্তী তালুকদার