বাড়ি সাহিত্য কবিতা জাগলো বাংলাদেশ / কাসেম আলী রানা কবিতাচট্টগ্রামদেশশিরোনামশিশু সাহিত্যসাহিত্য জাগলো বাংলাদেশ / কাসেম আলী রানা কাসেম আলী রানা প্রকাশিত : বৃহস্পতিবার , ১৮ মে, ২০২৩ ১২:১০ পূর্বাহ্ণ 235 কত পাখি আসে আর যায় ফুলও কত ফোটে, কত মাঝি পাল উড়িয়ে হাল ধরে ঠিক ছোটে। গাছের পাতায় রোদের হাসি মিষ্টি মধুর সুখ, ভোরের বাতাস শীতল জলে খুঁজে নবীন মুখ। অলস ঘুমের বন্ধ চোখে বেলা হলো বেশ, জেগে ওঠো খোকারা সব জাগলো বাংলাদেশ! সম্পর্কিত নিবন্ধলেখক থেকে আরো আজিজ রাহমান, ইসমাইল জসীম ও কানিজ ফাতেমার কিশোর কবিতা / আহমেদ মাওলা শিশির / বাসুদেব খাস্তগীর অবচেতন মনে / লিপি বড়ুয়া