বাড়ি সাহিত্য কবিতা বাঁশি শুনে / সৈয়দা সেলিমা আক্তার কবিতাচট্টগ্রামদেশনারীশিশু সাহিত্যসাহিত্য বাঁশি শুনে / সৈয়দা সেলিমা আক্তার সৈয়দা সেলিমা আক্তার প্রকাশিত : বৃহস্পতিবার , ১৫ জুন, ২০২৩ ১২:১০ পূর্বাহ্ণ 128 ঝরবে কখন অঝোর বৃষ্টি কাছে ঝাপসা আমার দৃষ্টি। যাচ্ছে ভিজে সকল গাছ নাচছে জলে তাথৈ মাছ। শিশুরা ভিজছে বিরামহীন মেঘবিজলি বাজায় বীণ। প্রিয়তমার চোখের জলে কালো হরিণ ওই কাজলে। বহুদূরে বাজছে বাঁশি কদমতলায় ফুটবে হাসি। সম্পর্কিত নিবন্ধলেখক থেকে আরো জাতীয় পতাকা / শিরিন আফরোজ এমন প্রাণবন্ত উদার ও হাস্যোজ্জ্বল মানুষ বিরল / অজয় দাশগুপ্ত আত্মসমর্পণ / মিলন বনিক