রাত দুপুরে ঘুম যখনই চুম দিয়ে যায় চোখে
ফটাস ফটাস গুড়ুম গুড়ুম শব্দ কানে ঢোকে।
আঁতকে ওঠে মা, খোকা ও আঁতকে ওঠে বাবা
কী হয়েছে, কী ঘটেছে-না বুঝে সব হাবা।

দরজা খুলে বেরিয়ে খোকা দেখলো যে ওঁৎপেতে
বর্গী এলো বাংলাদেশে-ধ্বংসে ওঠে মেতে।
ধ্বংস দেখে খোকার মাথা ঘুরতে থাকে রাগে
রাগের মাথায় ভাবতে থাকে, কী করা যায় আগে।

সব খোকাকে আনলো ডেকে দৌড়ে বাড়ি বাড়ি
মাঠের মাঝে বাঁধলো সবাই প্রচণ্ড এক সারি।
সেই সারিতে শপথ নিলো-বর্গী সেনা রুখে
ফিরবে বাড়ি, ফিরবে মায়ের শূন্য হৃদয় বুকে।

যার যা আছে তা নিয়ে পা চালালো সমানে
আস্তে আস্তে এগোয় তারা সাবধানে সাবধানে।
তারপরে সব ছোট বড় অস্ত্র এলো হাতে
অস্ত্রে আঘাত হানতে থাকে বর্গীরই উৎপাতে।

একদিনে নয়, একমাসে নয়, নয় নয় মাস পরে
বর্গীরা কেউ পালিয়ে গেলো, কেউ গিয়েছে মরে।
চতুর্দিকে বিজয়ের এই সৌরভে গৌরেেব
উঠলো মেতে সবাই তখন উল্লাসে-উৎসবে।

স্বাধীনতার তাজ পরিয়ে সোনার বাংলাদেশে
মায়ের বুকে ফিরলো খোকা শির তুলে বীর বেশে।

[ছবি : সংগ্রহ]