বিক্ষত চোখে; আর মায়া ঢেলো না
মায়াবতী, তোমার মায়াজালের ফাঁসে
এ জীবন আর বাঁচানো গেলো না।

ভেসে গেলো, হায়; ভেসে গেলো
যাপিত জীবনের সব সঞ্চয়ী প্রেম!
সবুজ জীবন পোড়াতে পোড়াতে
ছাই ফেলে রাখে আগুনের লেলিহান!

বাতাসে উড়তে উড়তে আমি-
ক্ষণে ক্ষণে বদলে যাওয়া আকাশের মেঘ দেখি,
সুপার সাইক্লোনের ক্ষমার সৌন্দর্য দেখি,
চারিদিকে ফানুস ফানুস মানুষ দেখি,
অতি উৎসাহীত দু:খ নামের তোমার লস্কর বাহিনী দেখি!

মায়াবতী, আমি কেবলই তোমার দেয়া সুখের সংজ্ঞা খুঁজি,
এমন লীলার মহাযজ্ঞে তুমি খুশিতো?

আমার এখন আর সুখ বলতে কিছু নেই,
আছে শুধু আগুনের লেলিহানে জ্বলন!