খ্রিস্টিয় নতুন বছর ২০২০ সালকে বরণ করে নিতে সারাবিশ্বের ছোট-বড় সব বয়সের মানুষ আনন্দে মেতে ওঠে।
তেমনিভাবে নতুন বছরকে স্বাগত জানাতে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ’র একটি পার্কে মেতে ওঠে আরব আমিরাতে ‘শুভ কামনা প্রত্যাশী পরিবার’ নামের ব্যানারে একঝাঁক তরুণ প্রবাসী বাংলাদেশি।
তাদের কন্ঠে ছিল এক আওয়াজ ‘নতুন বছর ২০২০ সাল সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ-শান্তি’।
এদিকে রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে দুবাইয়ে বিশ্বের সর্বোচ্চ টাওয়ার বুর্জ খলিফাসহ আমিরাতের আকাশে দেখা যায় আতশবাজির বর্ণিল ছটা। চোখ ধাঁধানো আলোকসজ্জায় আনন্দ মুখর পরিবেশের উৎসবে মাতে ওঠে লাখ লাখ মানুষ।
আমিরাতবাসীদের সঙ্গে নববর্ষকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশীরাও। পাশাপাশি প্রবাসের বিনোদনপ্রিয় বাংলাদেশীরা দেশীয় সংস্কৃতি-ঐতিহ্যও তুলে ধরেন নতুন বছরের এ উৎসবে।
প্রবাসে ব্যতিক্রমী এমন উৎসব-আয়োজনের তরুণ উদ্যোক্তারা জানান, নতুন বছরের নতুন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হবে নতুন ভাবনা। তাই এ ভাবনাকে অবিস্মরণীয় করে রাখতেই মূলত এ আয়োজন।