নেই ইশকুল, নেই কলেজ
নেই দৌড় ঝাঁপ,
অনলাইনে লেখা -পড়া
কি আর এমন চাপ!

বাজে না তো ছুটির ঘন্টা
নেই কোলাহল,
টিফিন ছুটির খেলার মাঠ
বন্ধু সাথীর দল।

কার কোথায় সময় কাটে
দেখি না তো হৈ চৈ,
বই খাতা ইশকুল ব্যাগ
পড়ার টেবিল কই?

নিয়ম-নীতি বদলে গেছে
নাই কিছুর তাড়া,
একলা থাকা একলা চলার
যেন সঙ্গী হারা।

আর কতোদিন কাটবে এমন
স্বপ্ন হারা দিন,
নাই কোথাও প্রাণের ছোঁয়া
জীবন উদাসীন।