দিনের বেলা আলো ছায়ার লুকোচুরি খেলা
রাত নিশীথে আকাগঙ্গায় জমে তারার মেলা
নদীর চরে কাশের বনে শুনি পদধ্বনি!
ধবল বকের ডানার শব্দে আকাশ উঠে রণি
শারদীয়ার দিনগুলো কী ভীষণ মাতামাতি
হাতের ছোঁয়ায় ঠাকুর কেমন গড়ছে রাতারাতি!
ষষ্ঠী এলে বোধন হবে জাগবে মায়ের মূর্তি
এক পলকে পৌঁছে যাবে সবার মনের আর্তি
টুপুরটুপুর শিউলি ঝরে মহালয়ার ভোরে
মঙ্গল আলো ছিটকে পড়ে প্রতি ঘরের দ্বারে
বিরতিহীন ছুটোছুটি সকাল দুপুর রাতে
ঘুম ভেঙে যায় ভোরের আগে শিউলিঝরা প্রাতে
দূরে কোথাও বেজে চলে পুরান দিনের গান
শঙ্খবাদ্যে মাতোয়ারা আনন্দেরই বান।