ইলিশ মাছের তিরিশ কাটা
খেতে ভারি মজা!
দাম শুনে ভিমরি খেলে
কেমনে খাবে ভাজা?
আষাঢ় শ্রাবণ মানে না মন
ইলিশ মাছের টানে,
ইলশেগুড়ি বৃষ্টি যেন
জাল ভরে মাছ আনে।
ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ
বাজার তো সয়লাব,
বেপারিরা রাঙা চোখে
হাঁকায় লাভের লাভ।
কেউ কিনে কয়েক হালি
কারোরই বা হাত খালি,
একটা মাছ কেনার আশায়
যেন গুড়ে বালি।