আগামী ২০ ও ২১ সেপ্টেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘স্টাডি ইন মালয়েশিয়া: ভার্চুয়াল এক্সপো ২০২০’ শীর্ষক অনলাইন শিক্ষা মেলা। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই মেলা। উইনিং ম্যাগনিটিউড চিটাগং এর উদ্যোগে ও মেন্টরস চিটাগং এর সহযোগিতায় অনুষ্ঠিত মেলাটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেলায় মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির তথ্য, বৃত্তি, আবেদনের পদ্ধতি ও ভিসা প্রক্রিয়া সম্পর্কেও আয়োজকদের কাছ থেকে বিস্তারিত তথ্য জানতে পারবেন শিক্ষার্থীরা। এছাড়াও থাকবে অন স্পট অ্যাপ্লিকেশন ও সার্ভিস চার্জে ওয়েবারের সুযোগ।
আগ্রহীদের মেলা চলার সময় প্রয়োজনীয় কাগজপত্র, পাসপোর্ট ও অন্যান্য নথির স্ক্যান কপি সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হয়েছে। মেলায় অংশগ্রহণ করার জন্য https://malaysiaeducationexhibition.com ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। বিস্তারিত তথ্যের জন্যে যোগাযোগ করা যাবে ০১৭১৩ ২০৬ ৬৯৮ নম্বরে ।