সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরে প্রত্যাশা হোক, মানুষের সাথে মানুষের সহমর্মিতা, সমঝোতা ও সম্প্রীতি। এই স্মার্ট বাংলাদেশে মানুষে মানুষে বেড়েছে “বিচ্ছিন্নতা”। একই ছাদের নিচে থেকেও আমরা একে অপরের সাথে সংলগ্ন নই। আবার পাশের প্রতিবেশীরা কেমন আছেন তা নিয়েও ভাবি না তেমন।বিকৃত পুঁজিবাদের করাল থাবায় আমরা ভোগবাদী সংস্কৃতির আগ্রাসনে।আসুন — বাংলা নতুন বছরে আমরা একাত্ম হই ভালোবাসা ও পারস্পরিক মিলনের আনন্দে। “আমরা বাঙালি”- এই হোক আমাদের প্রধান পরিচয়।
সবার জীবন সুন্দর হোক। আমরা সবাই মিলে এক বৈষম্যমুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যাশায় যে যার অবস্থানে থেকে সততার সাথে দায়িত্ব পালন করার লক্ষ্যে সচেষ্ট হই। শুভ নববর্ষ।