অদেখা ব্যথার ছাইদানি বুকে আগলে রেখে অব্যক্ত ভালোবাসার সংশয়ে আপন মনে বিড় বিড় করেন, আমিও কি তবে ভালোবাসি তারে! দীর্ঘপথ পাবলিক বাসে ঠেলাঠেলি করে নিয়মিত কলেজে যাবার ভাড়া যোগাতে তাকে হিমশিম খেতে হয়। সেই মধ্যবিত্ত টানাপোড়েনে বেঁচে থাকা তরুণটি যখন ক্লাসমেট তিতাসের জন্মদিনে শুভেচ্ছা জানাতে সবাইকে খাওয়ানোর টাকা যোগাড় করে ফেলেন, তখন সহজেই বুঝা যায় তার ভালোলাগা ট্রাফিক সিগন্যাল অতিক্রম করেছে।
নির্মোহ ভালোলাগাটুকু বেহালার মীড়ের মতোন সুরে তালে ভালোবাসায় মিশেছে।
একই ক্লাসের প্র্যাকটিকাল টিমের তিন জন ওরা। একসাথে আড্ডা ও পড়াশোনা চলে। দুই বন্ধুর সমধিক মুগ্ধতা এক তরুণী তিতাসের প্রতি। কেউ কাউকে বুঝতে দেয়নি বা বুঝাতে পারেনি। বার্থডে উইশ করতে আলাদাভাবে তিতাসের বাসায় গিয়ে বুঝতে পারে মিজু অনেকদূর এগিয়ে গেছে।
কলেজ পড়ুয়া তিন তরুণ তরুণীর বিশুদ্ধ প্রেমের উপাখ্যান ‘আমিও তবে ভালোবাসি তারে’
সেই গল্পের নামে প্রকাশিত হলো কাজী জাহাঙ্গীর এর প্রথম গল্পের বই।
নন্দিত প্রচ্ছদ শিল্পী উত্তম সেনের প্রচ্ছদে বইটি প্রকাশ করেছেন শৈলী প্রকাশন।

রক্ষণশীলতা ও পারিবারিক অনটনের নির্মম শিকার হয়ে উচ্চ শিক্ষা বঞ্চিত শারমিন যেন সমাজের রূঢ় বাস্তবতা তোলে ধরে।
আলো ঝলমলে শহরে এখনো কলেজগামী শারমিনরা ইভটিজিং এর শিকার হন। সেখানে উপজেলার চিত্র আরও ভয়াবহ। ঘূর্ণিঝড় ও জ্বলোচ্ছাসে বাড়িঘর হারানো বাবা মায়ের কাছে মেয়েকে কলেজে পড়ানো বিলাসীতা মনে হয়।
এসএসসি পাশের পর কলেজে পড়ার স্বপ্নটি ভেঙে যায়। বিষাদে ভরা মনে গৃহস্থালি কাজে দিন কাটে শারমিনের। পুকুর ঘাটের জলের আয়নায় দেখা মুখটাও ভাঙাচোরা আয়নায় দেখা মুখের মতোন লাগে।
ভাঙাচোরা স্বপ্ন গল্পের শারমিন আমাদের মনোবেদনা জাগায়।
‘ ইস স স’ গল্পে আমরা কৈশোরের স্কুলে ফিরে যাই। মনে পড়ে বার্ষিক স্পোর্টস ঘিরে চরম উত্তেজনা। চোখে ভাসে বার্ষিক বনভোজন যাত্রার আনন্দঘন সময় টুকু।
মিউজিক্যাল চেয়ার গেমটিকে কেন্দ্র করে দুই দলে ভাগ হয়ে যাওয়া, স্কুল কমিটির সভাপতির ইচ্ছে পূরণ আমাদের বিরাজমান ক্ষমতাকেন্দ্রীক রাজনীতির কুৎসিত রূপটি তোলে ধরেন।
পাঠ শেষ হতেই ঔষধ কোম্পানীর বিপণন প্রতিনিধি পদে চাকুরি নেন সোহেল।
চাকুরির ব্যস্ততা, মধ্যবিত্ত টানাপোড়েন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্মৃতি মাখা শাটল ট্রেন আমাদের নস্টালজিক করে তোলে।
‘ ভালোবাসে ভালোবাসে না’ গল্পে সহজাত ভালোবাসা যখন সজীব ভালোবাসা গড়িয়ে প্রেমে পরিণত হতে চায়, তখনো মুখ ফুটে বলতে না পারার মনোকষ্ট সোহেলের মাধ্যমে আমাদের মাঝে সংক্রমিত হয়। গল্পের শেষেও আমরা জানতে পারিনি তিতাস সোহেলকে ভালোবাসে কিনা!
তিতাস নামটির প্রতি গল্পকারের বিশেষ দুর্বলতা চোখে পড়ে। তিনটি গল্পের ভিন্ন চরিত্রের নাম তিতাস !
কলেজ বিশ্ববিদ্যালয় জীবনের নির্মোহ বন্ধুত্ব, বস্তিবাসী জননীর মর্মবেদনা, মানবিক প্রয়োজনে রক্তদানের মহৎ কর্মের প্রেরণা এবং বিশুদ্ধ প্রেমের সহজ সরল প্রকাশ ঘটেছে উপরোক্ত গল্প গ্রন্থে।
ভিন্ন বিষয়ে বারোটি ছোট গল্পে প্রকাশিত ‘ আমিও কি তবে ভালোবাসি তারে’। মুদ্রিত মূল্য ১৮০ টাকা। বইটি বিশেষ কমিশনে পেতে হলে যোগাযোগ: আইকো, পূর্বদেশ বিল্ডিং (২য় তলা), কদমমোবারক বাইলেন, মোমিন রোড, চট্টগ্রাম। মোবাইল : ০১৭৪০-৯৯৪২৪৭, ০১৮৪৫-৫৪২২৮৮।