জাবির সোনা ডাকতে জানে
মধুর সুরে “আম্মা”,
কখনো বা আদর করে
ডাকে “মাম্মা, মাম্মা!”
বাবাকে সে ডাকতে থাকে
“বাপ্পা, বাপ্পা, বাপ্পা!”
আপুকেও ডাকতে জানে
“আপ্পা, আপ্পা, আপ্পা!”
চেয়ার-মোড়া ঠেলতে জানে,
এসব হলো গাড়ি,
নানা রকম দুষ্টুমিতে
মনটাকে নেয় কাড়ি।
উঠতে জানে নামতে জানে
সোফা কিংবা খাটে,
বালিশ নিয়ে খেলতে জানে
ঘরের মেঝে-মাঠে।
খেলনা ফেলে খেলতে থাকে
নানা জিনিস নিয়ে,
খাতা-কলম হাঁড়ি-পাতিল
যা পাবে তা দিয়ে।