মেঘ গুড় গুড় মেঘ গুড় গুড়
ডাকলো যে ঐ দেয়া,
‘যতো গর্জে বর্ষে না ঠিক’
কষ্টে মেনে নেয়া।
একটু পরে অঝোর ঝরে
কাকটি ভিজে একসার,
পায়রাগুলো চুপসে গেছে
পায়না উপায় ফেরার।
বৃষ্টি শেষে ফের গরমে
ঘামতে থাকে সবে,
কবে আসবে আষাঢ়-শ্রাবণ
স্বস্তি আসবে কবে।
এই দেখ না কতো স্বপ্ন
দেখায় বৃষ্টি বাদল,
আনমনে “চা”ও চলে
স্মৃতি বাজায় মাদল।।