ইরানে ১৮০ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্তের ঘটনার সঙ্গে সন্ত্রাসী হামলার সংশ্লিষ্টতা উড়িয়ে দিয়েছে ইউক্রেন। তেহরানে অবস্থিত ইউক্রেনীয় দূতাবাস জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কারিগরী ত্রুটির কারণেই বিমানটি বিধ্বস্ত হয়েছে। গতকাল বুধবার সকালে তেহরানের ইমাম খামেনি বিমানবন্দর থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভের উদ্দেশে উড্ডয়ন করে ইউক্রেন এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ মডেলের বিমানটি। উড্ডয়নের পরপরই তা বিধ্বস্ত হয়। বিধ্বস্ত বিমানটির কোনও আরোহী বেঁচে নেই বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। ওয়াশিংটনের সঙ্গে তেহরানের বিদ্যমান উত্তেজনার মধ্যে এ দুর্ঘটনা নতুন মাত্রা যোগ করেছে। তবে বিধ্বস্ত বিমানে কোনও ধরনের হামলার সম্ভাবনা নাকচ করেছে ইউক্রেন। ইরানের আধাসরকারি বার্তা সংস্থা আইএসএনএ জানায়, কারিগরী ত্রুটিই এই দুর্ঘটনার কারণ। ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, তারা এই ঘটনার তদন্ত শুরু করেছে।