অনিন্দ্য তুমি জানি,
সরু নাকে নাকফুল;
কোমলতায় স্নিগ্ধ মন,
খোঁপায় তোমার বনফুল।

রাশি রাশি সানন্দের হাসি,
ঠোঁটের আভা ঝলমল;
আঁখির কোণে ভেসে ওঠা,
কাজল কালো কেশমূল।

মিষ্টি কথার সৃৃষ্টি সুখে,
হাসি ফোটে ছল ছল;
রূপ তোমার মনোহারিনী,
ফুটেছে যেন শতদল।

গুণের কথা বলবো কি,
পরিবারের দায়িত্বের মূল;
সুন্দর সমাজ বিনির্মাণে,
ভূমিকা থাকে সমুজ্জ্বল।

তুমি বিনে কাটে না বেলা,
তোমার কাছে ছুটে আসি;
রূপে গুণে অনন্য তুমি,
তাইতো তোমায় ভালোবাসি।