করোনাভাইরাস থেকে সুস্থ হওয়ার পর মানবদেহে তৈরি হওয়া অ্যান্টিবডি খুব বেশি হলে একমাস পর্যন্ত টিকে থাকতে পারে। সম্প্রতি চীনের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে খুব বেশি অসুস্থ হওয়া ব্যক্তির শরীরে তৈরি হওয়া অ্যান্টিবডির স্থায়ীত্বকাল একমাসের চেয়েও কম। কোভিড-১৯ থেকে সুস্থ হলে এ ভাইরাসের বিরুদ্ধে রোগ-প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে, এমন আশার ক্ষেত্রেও এটি একটি বড় দুঃসংবাদ।
এতে বলা হয়েছে, কোভিড থেকে সেরে ওঠার ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যে অ্যান্টিবডির তার কার্যকারিতা হারিয়ে ফেলতে শুরু করে। কোভিড ১৯ নিয়ে আগে যত গবেষণা হয়েছে, তারচেয়ে অনেকাংশেই ব্যতিক্রম এ গবেষণাটিতে বলা হয়েছে, যারা গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়, তাদের শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে। যারা খুব গুরুতরভাবে অসুস্থ হয় না, তাদের মধ্যে প্রতিরোধ ব্যবস্থা সেভাবে গড়ে নাও উঠতে পারে।