ঘাসের সাথে শিশিরকণার নিত্য থাকে চলা
রূপ ও রঙে দেয় ছড়িয়ে স্নিগ্ধ ছলাকলা।
ঘাসের বুকে আদর মেখে শিশির করে ধারণ
শিশির তো হয় মুক্তোসম- ঘাস কি করে বারণ?
ঘাসের কোলে একটুকু ঠাঁই- কোথায় এমন সুখ?
শিশির ছড়ায় আলোর প্রদীপ-দেখতে মন উন্মুখ।
শিশির রাখে নিজের চরণ সবুজ মাখা ঘাসে
ছড়িয়ে মায়া জড়িয়ে শিশির ভোরের আলোয় হাসে।
শিশির বলে, সবুজ ঘাসে হোক না ক্ষণিক ঠাঁই
সেই ক্ষণিকের ভালোবাসার পরম শান্তি পাই।
তাই প্রতিদিন তোরই বুকে মুক্তো হয়ে থাকি
সবার বুকে ভালোবাসার ক্ষণিক ছবি আঁকি।
ঘাসের কথা, ওরে শিশির তোর কারণে আমি
ভাবতে থাকি আমিও আজ অনেক বেশি দামি।
তোর জন্য রয় ভালোবাসা খোলা নিজের দোর
থাকলে এমন সেখানে হয় সৃষ্টিমাখা ভোর।