‘শৈলী টিভি অনলাইন পেপার’ বিষয়ে লেখক ও শৈলী পরিবারের সদস্যদের সঙ্গে দ্বিতীয় মতবিনিময় সভা ১৭ অক্টোবর শনিবার বিকেলে চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শিল্পশৈলী সম্পাদক প্রাবন্ধিক নেছার আহমদ। শুরুতে ‘শৈলী টিভি অনলাইন পেপার’-এর নীতিমালা উপস্থাপন করেন শৈলীটিভি সম্পাদক আবৃত্তিশিল্পী আয়েশা হক শিমু।
বক্তব্য রাখেন কবি ও শিশুসাহিত্যিক রাশেদ রউফ, বায়েজিদ মডেল স্কুলের প্রতিষ্ঠাতা মো. মাজহারুল হক, শিল্পোদ্যোক্তা লেখক সমীরণ বড়ুয়া, রূপালী ব্যাংকের ডিজিএম প্রাবন্ধিক কবি রূপক কুমার রক্ষিত, কবি শিশুসাহিত্যিক ইসমাইল জসীম, প্রাবন্ধিক ফেরদৌস আরা রীনু, পিটিআই’র সাবেক সুপারিন্টেন্ডেন্ট কবি কামরুন নাহার ঝর্ণা, কবি অধ্যাপক সাইয়েদা জয়নাব শিউলী, কবি লিপি চৌধুরী, শিশুসাহিত্যিক আজিজ রাহমান, কবি অধ্যাপক গৌরী প্রভা দাশ, সংগঠক এম এ হামিদ দিদার, লেখক মর্জিনা হামিদ পপি, কবি গৌতম কানুনগো, গল্পকার শিপ্রা দাশ, লেখক রূপম চক্রবর্তী, কবি অধ্যাপক গোফরান উদ্দীন টিটু, কবি দোলা চৌধুরী, লেখক আজহার মাহমুদ, লেখক এম জে মামুন, সংগঠক এম কামাল উদ্দিন, শিক্ষার্থী আয়মান রউফ প্রমুখ।