কবিরা শব্দ নিয়ে খেলা করেন, কখনো ছন্দে, কখনো গদ্য ঢঙে শব্দের ভেতরে সঞ্চার করেন মাধুর্য। আঙ্গিক, অনুপ্রাস-অলঙ্কার কবিতাকে নতুন করে সাজিয়ে তুলতে সাহায্য করে। শব্দে-ছন্দে কবি প্রকাশ করেন তাঁর মনের ভাব। এর সঙ্গে যুক্ত হয় কবির ব্যক্তি-জীবন, পারিপার্শ্বিক অবস্থা, অভিজ্ঞতা-অভিজ্ঞান ও অনুভূতির রৌদ্র-ছায়া। কবি গৌরী প্রভা দাশ তাঁর কবিতার মাধ্যমে প্রকাশ করেন তাঁর মনের অভিব্যক্তি। যা অন্য অনেক মনে ছড়িয়ে পড়ে। ‘নৈঃশব্দ্যের ধ্যান’ গৌরী প্রভা দাশের চমৎকার কাব্য। গ্রন্থভুক্ত কবিতাগুলোতে সমাজ, সমাজের মানুষ ও প্রেম-বিরহ ফুটে উঠেছে। কবিতাগুলোতে তাঁর স্বকীয় দৃষ্টিভঙ্গি, রুচি ও দক্ষতার পরিচয় পাওয়া যায়।
অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ -এ তাঁর প্রথম কাব্য ‘মায়াডোর’ এবং ২০২০-এ যৌথ কাব্যগ্রন্থ ‘হৃদ কলমের আঁচড়’ প্রকাশিত হয়।
গৌরী প্রভার জন্ম ৩১ ডিসেম্বর। বর্তমানে তিনি চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় কলেজে সহকারী অধ্যাপক (জীববিদ্যা) হিসেবে কর্মরত।