গত ১৮ জুলাই সন্ধ্যায় শৈলী কার্যালয়ে পাঠ উন্মোচন হলো হল্যান্ড প্রবাসী সাহিত্যিক, দৈনিক আজাদী পত্রিকার নিয়মিত কলাম লেখক বিকাশ চৌধুরী বড়ুয়ার গল্পগ্রন্থ ‘যুদ্ধ ও ভালবাসা’র। বইটি প্রকাশ করেছে শৈলী প্রকাশন, মুদ্রণ তত্ত্বাবধানে আইকো।
বিকাশ চৌধুরী বড়ুয়া একাধারে প্রাবন্ধিক, ভ্রমণ সাহিত্যিক, গল্পকার ও কলাম লেখক। এক সময় সাংবাদিকতাও করেছেন। বর্তমানে বাস করেন হল্যান্ডে। ওখান থেকে প্রতি সপ্তাহে দৈনিক আজাদীতে ‘হল্যান্ড থেকে’ শীর্ষক কলাম লিখছেন দীর্ঘ দিন। তাঁর কলামে উঠে আসে দেশ-বিদেশের সাম্প্রতিক প্রসঙ্গ, উঠে আসে ইতিহাস-ঐতিহ্য-সাহিত্য-সংস্কৃতি, আন্তর্জাতিক ঘটনাবলি। নিরবচ্ছিন্নভাবে লিখে চলেছেন তিনি। দেশের বড় বড় নামীদামী ব্যক্তিত্বের সান্নিধ্যে এসে নিজেকে সমৃদ্ধ করার সুযোগ হয়েছে তাঁর। ইতোপূর্বে তাঁর বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে। এবার শৈলী থেকে প্রকাশিত হলো তাঁর গল্পগ্রন্থ ‘যুদ্ধ ও ভালবাসা’। গল্প রচনাতেও যে বিকাশ চৌধুরী বড়ুয়া দক্ষ, স্বচ্ছন্দ ও সাবলীল, তা এই বই পাঠে অনুমান করা যায়। বইটির প্রচ্ছদ করেছেন বরেণ্য চিত্রশিল্পী হাশেম খান।আমরা এই গল্পগ্রন্থের জন্য সাহিত্যিক বিকাশ চৌধুরী বড়ুয়াকে জানাই অভিনন্দন।
বিকাশ চৌধুরী বড়ুয়ার বক্তব্যে অনেক অজানা তথ্য আমরা জেনেছি। পাঠ উন্মোচন অনুষ্ঠানে ছিলেন কবি রাশেদ রউফ, শিল্পশৈলী প্রাবন্ধিক নেছার আহমদ, কথা সাহিত্যিক দীপক বড়ুয়া, গল্পকার বিপুল বড়ুয়া, অনন্য ধারা সম্পাদক গল্পকার রুনা তাসমিনা, গল্পকার শিপ্রা দাশ, কবি শান্তময় দাশ, স্লোগান সম্পাদক মোহাম্মদ জহির, কবি নাটু বিকাশ বড়ুয়া, কবি লিটন কুমার চৌধুরী, সংগঠক এম কামাল উদ্দিন প্রমুখ।