রাদিয়া প্রকাশন আয়োজিত সৈয়দা সেলিমা আক্তার এর ‘আয়রে খুক’ু ও গোফরান উদ্দীন টিটুর ‘এলিজি’ গ্রন্থের প্রকাশনা উৎসবে বক্তারা বলেন, শুধু শিশুসাহিত্য নয়, যে কোনো ধরনের লেখার বড় একটি গুণ হলো সহজ ও সরল রচনারীতি। শিশুসাহিত্যে এই সারল্য প্রধান বৈশিষ্ট্য হিসেবে স্বীকৃত। ইচ্ছে করলেই লেখাকে সহজভাবে উপস্থাপন করা যায় না। তার জন্যও প্রয়োজন সাধনা। রচনার সহজ রীতির এই বৈশিষ্ট্যটি লেখকের মানসিকতা, উপলব্ধি ও আন্তরিক প্রচেষ্টার ওপর নির্ভর করে। সহজ ও সরল রীতি আয়ত্ত করা কঠিন একটা কাজ। এই কঠিন কাজটি নিজের কব্জায় আনার জন্য প্রয়োজন অনুশীলন। অবিরাম চর্চার মধ্য দিয়ে লেখকরা তাঁদের রচনাকে সরল, সহজ, সরস ও আকর্ষণীয় করে তোলেন। বক্তারা সৈয়দা সেলিমা আক্তার ও গোফরান উদ্দীন টিটুর রচনা-সারল্যের প্রশংসা করে বলেন, নিরবচ্ছিন্ন চর্চার মাধ্যমে তারা অনেক দূর এগিয়ে যেতে পারবেন।
গত ১০ অক্টোবর চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তীর সঞ্চালনায় ও নাট্যজন সনজীব বড়ুয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত লেখক রাশেদ রউফ, বিশেষ অতিথি ছিলেন রাজনীতিবিদ হাসান মনসুর। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম একাডেমির মহাপরিচালক অরুণ শীল, শিশুসাহিত্যিক আজিজ রাহমান ও প্রাবন্ধিক শাহরিয়ার আদনান শান্তনু। অনান্যের মধ্যে বক্তব্য রাখেন সরকারি চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ রীতা দত্ত, সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি শাহ্ আলম নিপু, শিশুসাহিত্যিক বিপুল বড়ুয়া, অধ্যাপক বাসুদেব খাস্তগীর, অধ্যাপক সুপ্রতীম বড়ুয়া প্রমুখ।