আমার খোকা সেরা খোকা
বিশ্ব করবে জয়
তিনে তিনে যোগ করলে
বলে গোটা ছয়।

আইনস্টাইন আর নিউটন
খোকার শিষ্য হবে,
আমার খোকা ঘরে ঘরে
আলো দিবে তবে!