১. নব প্রাণের ছোঁয়া
নববর্ষের, নবচেতনায়
উঠলো জেগে আমার প্রিয় বাংলাদেশ,
নগর গ্রাম, অলি গলি সবখানেই
সুখেরই আবেশ।।
খোকা নাচে, খুকী নাচে, হাসে দাদা দাদু
বাউল বাজায় একতারা তার, ছড়ায় সুরের জাদু,
ঢাক বাজে, ঢোল বাজে, আনন্দের
হয় না যে তার শেষ।।
নারী পুরুষ সবাই ছোটে বৈশাখী মেলাতে
বটের তলায়, গাছের ছায়ায়, মনটা রাঙাতে,
মেলা শেষে, বছর জুড়ে, উৎসবের
থাকে যে তার রেশ।।
২. এসেছে প্রিয় বৈশাখ
এসেছে বছর ঘুরে
বাঙালির ঘরে ঘরে
সবারই প্রিয় বৈশাখ।
ভালোবাসার গানে,
নানান আয়োজনে
মনটা জুড়িয়ে যাক।
ফসলের ভরা মাঠ, দোলে রাশি রাশি
কৃষাণের মুখে তাই, ফোটে এতো হাসি
রাখালের বাঁশি আর পাখিদের গান
একসাথে মিলে মিশে জুড়াই এ প্রাণ।
মৌ মৌ গন্ধে,
সুরেরই ছন্দে,
হৃদয়ে সুখ ছড়াক।
লালপেড়ে শাড়ি পরে, কানে দিয়ে দুল
রেশমি চুড়ি হাতে, খোপায় গাঁদা ফুল
প্রকৃতির সাথে আজ সকলেই সাজে,
নূপুরের সাথে তার, ঢাক ঢোল বাজে।
নেচে গেয়ে প্রাণখুলে,
মান অভিমান ভুলে,
ভেদাভেদ মুছে যাক।