১ লা বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ। বাংলা নতুন বছরের শুরুতেই একটা শুভ কাজের সূচনা হলো। সকাল ১১ টায় উদ্বোধন হলো শিশুসাহিত্য-সংস্কৃতি ও শিশুস্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠান ‘শিশুবিশ্ব’-এর।
উদ্বোধন করলেন একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব, খ্যাতিমান সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন। অনুষ্ঠানে অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব কবি প্রাবন্ধিক আবুল মোমেন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক, সাহিত্যিক ড. মহীবুল আজিজ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘শিশুবিশ্বের’ সভাপতি প্রফেসর ডা. প্রণব কুমার চৌধুরী পিএইচডি।
স্বাগত বক্তব্য রাখেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত শিশুসাহিত্যিক কবি সাংবাদিক রাশেদ রউফ। শুভেচ্ছা বক্তব্য দেন শিল্পী দীপক দত্ত।
একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব, খ্যাতিমান সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন বলেছেন, শিশুর সৃজনশীলতার বিকাশে আমাদের কাজ করতে হবে। তাদের কল্পনাশক্তি বাড়ানোর জন্য যা কিছু প্রয়োজন, তার ব্যবস্থা করতে হবে। তিনি গত ১৪ এপ্রিল মোমিন রোডে অবস্থিত শিশুসাহিত্য-সংস্কৃতি ও শিশুস্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠান ‘শিশুবিশ্ব’-এর উদ্বোধনকালে এ কথা বলেন। ড. অনুপম সেন বলেন, শিশুর জন্য দরকার অবারিত বিশ্ব। সেই আলোকে ‘শিশুবিশ্ব’ কাজ করে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
কবি আবুল মোমেন বলেন, প্রতিটি শিশু চায় আদর স্নেহ ভালোবাসা। তার জন্য প্রাচুর্য দরকার। কোনো ধরনের অভাব যেন তার জন্য প্রতিবন্ধকতার সৃষ্টি না হয়। তাদের চাওয়া পাওয়া, ভালো-মন্দ অনুভব করতে হবে আমাদের। তাদের সুন্দরভাবে বেড়ে ওঠার পথ যেন মসৃণ হয়।
ড. মহীবুল আজিজ বলেন, ‘শিশুবিশ্ব’ শিশু সাহিত্য-সংস্কৃতি ও শিশুস্বাস্থ্যের সমন্বয় করে কাজ করবে। এ লক্ষ্যে ডা. প্রণব কুমার চৌধুরীর নেতৃত্বে পুরো টিম যেন সাফল্য পায়, তারজন্য সকলের সহযোগিতা দরকার।
সুন্দর মনোরম পরিবেশে গড়ে উঠেছে শিশুবিশ্ব প্রতিষ্ঠান। শুধু শিশু নয় যেকোনো বয়সী মানুষের মন ভালো হয়ে যাবে এই প্রতিষ্ঠানে প্রবেশ করলে।ইকুইটি অন্তরা, ৪র্থ তলা (লিফটে ৪), মোমিন রোড, চট্টগ্রাম-এর মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় শিশু সাহিত্য, সংস্কৃতি ও শিশুস্বাস্থ্য বিষয়ে সেবাদান ও গবেষণার প্রচেষ্টা ও লক্ষ্য নিয়ে শিশুবিশ্বের পথচলা শুরু হলো আজ থেকে।সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।
অনুষ্ঠানের শুভ সূচনা হলো উঠোন সাংস্কৃতিক কেন্দ্রের শিশু-কিশোর আবৃত্তিশল্পীদের বৃন্দ আবৃত্তির মাধ্যমে। পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবৃত্তিশিল্পী আয়েশা হক শিমু। সুলোহিত কন্ঠে কবিতা আবৃত্তি গান সব মিলিয়ে শিমু ভাবীর অসাধারণ উপস্থাপনায় অনুষ্ঠান হয়ে উঠেছে প্রাণবন্ত মনোমুগ্ধকর।
অনুষ্ঠানে বিভিন্ন পর্বে আরো ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লেখক ড. কুন্তল বড়ুয়া, চট্টগ্রাম মেডিকেল কলেজের শিশুস্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম, কবি-গল্পকার লিপি বড়ুয়া, কবি তানজিনা রাহী, আবৃত্তিশিল্পী শামীমা আক্তার, লেখক শিক্ষক শর্মিষ্ঠা চৌধুরী, আবৃত্তিশিল্পী সালমা জাহান, লেখক শিক্ষক নাজনীন লাকী, আবৃত্তিশিল্পী গোপা ত্রিবেদী, স্মৃতিলতা পাল, শিমু রহমান, সাবিনা সুমি, সুমি সেনগুপ্ত, সংগীতা চৌধুরী, রুমানা নাজনীন, জান্নাতুল ফেরদৌস, শম্পা ধর, ধীমান চৌধুরী, সংগঠক এম কামাল উদ্দিন প্রমুখ।
শিশু-বিশ্ব এর পথচলা হোক অনিন্দ্য সুন্দর।
শুভকামনা ভালোবাসায় এই প্রতিষ্ঠানের সাথে আছি।
এত সুন্দর চমৎকার একটি উদ্যোগ গ্রহণের জন্য শ্রদ্ধা ধন্যবাদ জানাই আলোর জন ডা. প্রণব কুমার চৌধুরী দাদা, রাশেদ রউফ দাদা এবং আয়েশা হক শিমু ভাবীর প্রতি।
শিশু-বিশ্ব এর সকল কর্মকাণ্ড সফল হোক সার্থক হোক।