১.
পৌষ আর মাঘ এই দুই মাস
কনকনে ঠান্ডা, শীতের আবাস।
লেপ, কাঁথা, কম্বল
শীতের দিনের সম্বল।
ছেলে-মেয়ে,বুড়ো-বুড়ী
শীতে হয় কাবু
শার্ট-প্যান্ট-কোট পরে
কেউ সাজে বাবু।

২.
শীতে গরম ভাপা পিঠা
নলেনগুড়ের পায়েস
নানা স্বাদের পিঠা পুলি
খাই করে আয়েশ।
তাজা শাকশবজি খেয়ে
শরীর থাকে বেশ
চড়ুইভাতি, খেলাধুলা
বাড়ায় সুখের রেশ।

৩.
কনকনে শীতে কাঁপছে
স্টেশনে ফুটপাতের পাশে
ছিন্ন মলিন জামা গায়ে
পথশিশু, হিম বাতাসে!
কে নেবে ওদের খোঁজ
হত দরিদ্র অনাথ
জুটেনা কপালে
দু’বেলা দুমুঠো ভাত।