একুশে ভাষা শহীদ অ্যাকাডেমি কাপ অনূর্ধ্ব-১২ ক্রিকেট টুর্নামেন্টের ২য় দিনের খেলায় ১ম ম্যাচে এস এস ক্রিকেট অ্যাকাডেমি ব্রাদার্স ক্রিকেট অ্যাকাডেমিকে ৮৮ রানে পরাজিত করে। এস এস ক্রিকেট অ্যাকাডেমি নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৩৬ রান করে। দলের রুবায়েত খান আফ্রিদি সেঞ্চুরি লাভ করে। সে ৫৭ বল খেলে ১৫৩ রান সংগ্রহ কওরে। এছাড়া ওয়ালিদ ৩২ রান করে। তানজিম ৩৪ রান দিয়ে ২টি উইকেট পায়। জবাবে ব্রাদার্স ২০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান করে। সামি ৪৮ রান করে। আল আমিন ১৪ রান দিয়ে ২টি উইকেপ নেয়। ম্যান অব দ্য ম্যাচ হয়। রুবায়েত খান আফ্রিদি। তার হাতে পুরস্কার তুলে দেন সাবেক কৃতী ক্রিকেটার আবু হানিফ চম্পা। ২য় ম্যাচে চিটাগাং ক্রিকেট অ্যাকাডেমি(সিসিএ) ১ উইকেটে মিরশ্বরাই ক্রিকেট অ্যাকাডেমিকে পরাজিত করে। মিরশ্বরাই ১৭ ওভার খেলে সব উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করে। দলের মহসিন ১৭ বলে ২৮ রান করে। মিশকাতুল ফেরদৌস ইলহাম ৪ওভার বল করে ১৩ রান দিয়ে ৪টি উইকেট দখল করে। জবাবে চিটাগং ক্রিকেট অ্যাকাডেমি ১৮ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ১০৬ রান তুলে নেয়। ম্যান অব দ্য ম্যাচ হয় মিশকাতুল ফেরদৌস ইলহাম। তার হাতে পুরস্কার তুলে দেন তার বাবা বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক সাইফুল্লাহ চৌধুরী।