হাটহাজারী খেলোয়াড় সমিতির ব্যবস্থাপনায় এবং মোহাম্মদ হেলাল উদ্দিনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে ছিপাতলী ইউনিয়ন খেলোয়াড় সমিতি ও ফটিকছড়ি ধর্মপুর খেলোয়াড় সমিতি। উক্ত ফাইনালের নির্ধারিত সময়ের খেলা গোলশূণ্য ড্র হলে শেষ পর্যন্ত ফল নির্ধারনের জন্য টাইব্রেকারের আশ্রয় নিতে হয়। আর সে টাইব্রেকারে ফটিকছড়ি ধর্মপুর খেলোয়াড় সমিতি ছিপাতলী ইউনিয়ন খেলোয়াড় সমিতিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের ১৬ নং জার্সিধারী খেলোয়াড় মোরশেদ ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন। এছাড়া একই দলের ১০নং জার্সিধারী খেলোয়াড় জাহেদ ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হাটহাজারী খেলোয়াড় সমিতির আহ্বায়ক আলী আকবর জিন্নাহর সভাপতিত্বে ও সদস্য সচিব সাহেদুল হক খোকন ও টুর্নামেন্টের সদস্য সচিব সোহেল রানার সঞ্চালয়নায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ট্রপি ও ক্রেস্ট তুলে দেন চট্টগ্রাম সিটিকর্পোরেশন মেয়র এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম রাশেদুল আলম, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সাবেক উপ পরিচালক সোলায়মান চৌধুরী, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক মোহাম্মদ হেলাল উদ্দিন। এছাড়া পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান নাসির উদ্দিন, হাটহাজারী খেলোয়াড় সমিতির সাবেক সভাপতি মো. মনিরুল ইসলাম চৌধুরী, জাফরুল আলম চৌধুরী, আছলাম মোরশেদ, এস.এম সাইদুর রহমান, মোহাম্মদ জাফর, শাহেদুল আলম শাহিন, মো. রাশেদ, সাবেক সাধারণ সম্পাদক ওসমান গণি, মফিজ, বিজয় কান্তি দে, নব নির্বাচিত সভাপতি সেলিম চৌধুরী মানিক, সাধারণ সম্পাদক এম.এ. সালাম, আব্দুল মান্নান দৌলত, সিরাজদ্দৌলা মেহেদী, মো. রুবেল, ইলিয়াছ মেহেদী, মো. ফরিদ, পিয়ার হোসেন প্রমুখ।